আসন্ন পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন ও রিশাদ পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ। আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। এর চার দিন পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন নাহিদ। তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন। আসরে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার। তবে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাচ্ছেন লিটন। তাই পিএসএলের শুরু থেকেই খেলতে কোনো বাধা নেই এই উইকেটকিপার ব্যাটারের। তাছাড়া টেস্ট দলের ভাবানায় নেই রিশাদ। তাই এই লেগিও পিএসএলের শুরু থেকেই খেলতে পারবেন। পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তাকে দেখা যাবে করাচি কিংসে। এ ছাড়া গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। গতকাল দুপুরে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জের একটি সেলুন উদ্বোধন করতে গিয়েছিলেন নাহিদ। সেখানে পিএসএলে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএলের মতো একটি বড় টুর্নামেন্টে চান্স পেয়েছি, আমার অনুভূতি অবশ্যই ভালো। সেখানে যদি খেলার সুযোগ পাই তাহলে নিজের সেরাটাই দেবো।’ পরিবার ও বন্ধু-বান্ধবদের সঙ্গে এবার গ্রামেই ঈদ করবেন নাহিদ রানা। জাতীয় দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠলেও নিজ এলাকায় পুরোনো নাহিদই আছেন বলে জানান তিনি, ‘দেখুন আমি তাদের কাছে ছোট থেকে যে নাহিদ রানা ছিলাম, এখনও তেমনই আছি।