টর্নেডো ব্যাটিংয়ের জন্য ক্রিকেট বিশ্বে যারপরনাই খ্যাতি কুড়িয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে এবার সেই ব্যাট হাতেই লজ্জার এক রেকর্ড গড়েছেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) গুজরাট টাইটান্সের বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হয়ে যান পাঞ্জাব কিংসের ডানহাতি এই ব্যাটার।

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লীগে রানের খাতা না খুলেই সবচেয়ে বেশিবার আউট হবার অনাকাক্সিক্ষত রেকর্ডটি এখন এককভাবে ম্যাক্সওয়েলের। ক্রিজে নেমে প্রথম বলেই রিভার্স সুইপ করতে যান অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার। তবে ব্যাটকে ফাঁকি দিয়ে বল গিয়ে লাগে প্যাডে। এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে আউট হন ম্যাক্সওয়েল। আইপিএলে এ নিয়ে ১৩০ ইনিংসে ১৯ বার ‘ডাক’ মেরে ড্রেসিং রুমে ফিরলেন অজি ব্যাটার। ১৮ বার ‘ডাক’ মেরে যৌথভাবে এ তালিকার দুইয়ে ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা ও দিনেশ কার্তিক। ১৬ বার রান ছাড়া আউট হয়েছেন পীযুষ চাওলা ও সুনিল নারাইন।