মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের সাবেক প্রধান নির্বাচক এড স্মিথ। বুধবার সংস্থাটি জানিয়েছে, তিনি আগামী ১২ মাস এই দায়িত্ব পালন করবেন। ইংল্যান্ডের সাবেক ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগানকে নিয়োগ দেওয়া হয়েছে ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে।কেন্ট ও মিডলসেক্সের সাবেক ব্যাটার স্মিথ, যিনি ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলেছেন। তিনি দায়িত্ব নিলেন মেরভিন কিংয়ের স্থলাভিষিক্ত হয়ে।১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠের মালিক এবং ক্রিকেটের আইন ও স্পিরিটের একমাত্র অভিভাবক হিসেবে পরিচিত।প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রায় ১৩ হাজার রান করা স্মিথ বলেন, এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের স্থলাভিষিক্ত হওয়া আমার জন্য বিশাল সম্মানের বিষয়। লর্ডস সবসময় আমার জীবনের বিশেষ অংশ ছিল কখনও সমর্থক হিসেবে, কখনও খেলোয়াড় আর পরে নির্বাচক হিসেবে। ক্লাবের ইতিহাসের এমন এক আকর্ষণীয় সময়ে দায়িত্ব নিতে পারা বিশেষ গর্বের।
ক্রিকেট
এমসিসির নতুন প্রেসিডেন্ট এড স্মিথ
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ডের সাবেক প্রধান নির্বাচক এড স্মিথ।