দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছেন ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। প্রথম আসরেই লিগে অংশ নেবে পাঁচটি দল, যেখানে স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি খেলবেন দক্ষিণ এশিয়া ও অন্যান্য অঞ্চলের আন্তর্জাতিক তারকারা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন দুই ক্রিকেট কিংবদন্তি অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং বাংলাদেশের তামিম ইকবাল, যারা দলগুলোর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।মালয়েশিয়া সাম্প্রতিক বছরগুলোতে ক্রিকেটে নিজেদের অবস্থান শক্ত করছে। ২০২৫ সালে দেশটি সফলভাবে আয়োজন করেছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ, যা একটি সহযোগী সদস্য দেশের জন্য বিরল সাফল্য। এছাড়া পুরুষ দলটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর এশিয়ান বাছাইপর্বে শীর্ষে থেকে জায়গা করে নেয়, যা প্রমাণ করে দেশটির ক্রমবর্ধমান ক্রিকেটীয় সামর্থ্য।
ক্রিকেট
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মেন্টর তামিম ইকবাল
দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট মানচিত্রে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে পেশাদার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট মালয়েশিয়া টি-টোয়েন্টি লিগ।