ভারত অধ্যুষিত কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে রীতিমতো যুদ্ধ হয়েছে ভারতের। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আইসিসি এবং এসিসির কোনো টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে বিসিসিআই। এমতাবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে এশিয়া কাপ। তাই ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আগামী সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু এখন এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। তৃতীয় কোনো দেশ টুর্নামেন্টে আয়োজন করলেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সমস্যা হতে পারে। তাই এশিয়া কাপই অনিশ্চিত হয়ে পড়েছে। এই সুযোগ কাজে লাগাতে চাইছে পিসিবি। এশিয়া কাপের আগেই তারা একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়োজন করতে চায়। এ নিয়ে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।ক্রিকেটাঙ্গনের একাংশ মনে করছে, বিসিসিআইকে চাপে রাখতেই বিকল্প টুর্নামেন্টে আয়োজনের কথা ভাবছেন পাকিস্তান। পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘সূচি অনুযায়ী সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপ হওয়ার কথা। তবে ভারত-পাকিস্তানের যে সম্পর্ক, তাতে ওই টুর্নামেন্টে ভারতে না হওয়ার সম্ভাবনাই বেশি। পিসিবি একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে আয়োজনের কথা ভাবছে।