ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) দারুণ পারফর্ম করছেন এবি ডি ভিলিয়ার্স। ঝোড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষ বোলারদের। এবার তিনি বাজিমাত করলেন ফিল্ডিং দিয়ে। তার অবিশ্বাস্য পারফর্ম্যান্সে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানে হারিয়ে ফাইনালে উঠে দক্ষিণ আফ্রিকা।শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ রান, দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ভালো বোলিংয়ের।
অজি ব্যাটার রব কুইনি প্রথম বলেই ওয়েন পারনেলকে ছক্কা মারেন। মীকরণ দাঁড়ায় পাঁচ বলে আট রান। দ্বিতীয় বলেই কুইনি বল উড়িয়ে মারলেন এক্সট্রা কভারে। তখন চারটা একেবারেই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু বাঁম পাশে দৌড়ে গিয়ে দুর্দান্ত ডাইভ দিয়ে বল থামান এবি ডি ভিলিয়ার্স। বাঁচিয়ে দেন নিশ্চিত তিনটি রান। শেষ বলে প্রয়োজন পড়ে তিন রানের। ব্যাটিংয়ে ছিলেন সেট হয়ে যাওয়া ড্যান ক্রিশ্চিয়ান, যিনি তখন ৪৮ রানে অপরাজিত। পারনেল ফুলার লেন্থে বল করেন, ক্রিশ্চিয়ান সোজা খেলেন।
রান নিতে দৌড় দেন। ফিল্ডিংয়ে ছিলেন ডি ভিলিয়ার্স। যেন বিদ্যুৎ গতিতে ছুটে এসে বল কুড়িয়ে এক মুহূর্ত দেরি না করে ছুড়ে দেন উইকেটের দিকে। নন-স্ট্রাইকার অনেকটা দূরে ছিলেন। রানআউট হয়ে যান। ৪ বলে ৬ রান করেছিলেন তিনি। তবে ফিল্ডিং দিয়ে সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন বিলিয়ার্স। সেমিতে তার ব্যাটিং পারফর্ম্যান্স না পেলেও তার ফিল্ডিংয়ের জোরে প্রোটিয়ারা পেয়েছে জয়, চলে গেছে ফাইনালে।