বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের গল টেস্টে অভিষেক হয়েছে থারিন্দু রত্নায়েকের। এই সব্যসাচী স্পিনার টাইগারদের বিপক্ষে রানও খরচ করেছেন দু’হাতে। ড্র হওয়া গল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিতে তিনি রান দিয়েছেন ২৯৮। ট্রিপল সেঞ্চুরি থেকে ২ রানের দূরত্বেও অভিষিক্ত টেস্টে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ডে শীর্ষ তিনে জায়গা করেছেন এই লঙ্কান স্পিনার। এই তালিকায় থারিন্দুর ওপরের দু’জন পাকিস্তানের জাহিদ মেহমুদ ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেইজা। ২০০৮-এ ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে অভিষিক্ত অফ স্পিনার ক্রেইজা দুই ইনিংস মিলিয়ে রান দেন ৩৫৮। তবে দুই ইনিংসে তিনি উইকেট নেন যথাক্রমে ৮ ও ৪টি। আর স্রেফ ১৭ রান খরচ করলেই তিনি ভাঙতেন এক টেস্টে সর্বোচ্চ রান খরচের রেকর্ড। ১৯৩০-এ ইংল্যান্ডের বিপক্ষে কিংসটনে ৯ উইকেট নিতে গিয়ে ৩৭৪ রান দেন ক্যারিবিয়ান লেগ স্পিনার টমি স্কট। সেবার ক্রেইজা ভাঙেন ৯৯ বছর আগের রেকর্ড। ১৯০৯-এ ইংলিশ লেগ স্পিনার ডগলাস কার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিতে খরচ করেন ২৮২ রান। লাল বলের ক্রিকেটের অভিষেকে ক্রেইজা ছাড়া ‘ট্রিপল সেঞ্চুরি’ ছোঁয়া অন্য বোলার শুধুমাত্র জাহিদ মেহমুদ। ২০২২-এ ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে এই লেগ স্পিনার খরচ করেন ৩১৯ রান, নেন ৬ উইকেট।
ক্রিকেট
‘ট্রিপল সেঞ্চুরির কাছে গিয়ে অনাকাক্সিক্ষত রেকর্ড থারিন্দুর
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের গল টেস্টে অভিষেক হয়েছে থারিন্দু রত্নায়েকের। এই সব্যসাচী স্পিনার টাইগারদের বিপক্ষে রানও খরচ করেছেন দু’হাতে। ড্র হওয়া গল টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিতে তিনি রান দিয়েছেন ২৯৮।