মেলবোর্ন টেস্টে জশ টাংয়ের দুর্দান্ত বোলিংয়ে ১৫২ রানে থেমে যায় অস্ট্রেলিয়া। পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ম্যাচে ফেরানোর স্বস্তি দিয়েছিলেন এই পেসার। তবে উইকেট পতনের দিনে ব্যাট হাতে ভীষণভাবে ব্যর্থ হয় সফরকারীরাই—মাত্র ১১০ রানে অলআউট হয়ে প্রথম ইনিংসেই ৪২ রানে পিছিয়ে পড়ে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে ইংলিশরা। দলীয় ৭ রানে প্রথম উইকেট যায়, ৮ রানে পড়ে তৃতীয়, আর ১৬ রানের মাথায় হারায় চতুর্থ উইকেট। ৬৮ তেই নেই ছয় উইকেট। হ্যারি ব্রুক সর্বোচ্চ ৪১ রান করেন, গাস অ্যাটকিনসন করেন ২৮ আর অধিনায়ক বেন স্টোকস যোগ করেন ১৬। বাকিরা সবাই সিঙ্গেল ডিজিট। অস্ট্রেলিয়ার হয়ে মাইকেল নেসার নেন ৪ উইকেট, স্কট বোল্যান্ড ৩টি এবং মিচেল স্টার্ক শিকার করেন ২টি।

দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪ রান তোলে অস্ট্রেলিয়া। ফলে বক্সিং ডে টেস্টে প্রথম দিন শেষে স্বাগতিকদের লিড দাঁড়ায় ৪৬ রানে।

এর আগে, জশ টাংয়ের গতি আর লাইন-লেংথ সামলাতে না পেরে ১৫২ রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। ২৭ রানে ট্রাভিস হেডকে ফেরান অ্যাটকিনসন, এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। দলীয় ৩৪ রানে পড়ে আরও দুই উইকেট, আর ৯১ রানে নামতে নামতে ফেরে ছয় ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মাইকেল নেসার; উসমান খাজার ব্যাট থেকে আসে ২৯ এবং অ্যালেক্স ক্যারি করেন ২০ রান।