মার্ক চ্যাপম্যানের সেঞ্চুরি আর মুহাম্মদ আব্বাসের রেকর্ড ফিফটিতে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। সেই লক্ষ্য তাড়ায় জয়ের আশা দেখছিল পাকিস্তান।কিন্তু হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। ৭ ওভারে ৭ উইকেট হারিয়ে প্রথম ওয়ানডেতে ৭৩ রানে হেরে গেছে তারা।

ন্যাপিয়ারে গতকাল চ্যাপম্যানের ক্যারিয়ার সেরা ১৩২ রানের ভিত্তির ওপর ভর করে ৯ উইকেটে ৩৪৪ রান করে কিউইরা। জবাবে ৪৫তম ওভার পর্যন্ত লড়াই করে ২৭১ রান তুলতে পারে পাকিস্তান। যদিও সফরকারীরা ৩ উইকেটে ২৪৯ রান তুলে ফেলেছিল। ওই সময় ১১ ওভারে ৯৬ রান দরকার ছিল তাদের। সেখান থেকে কিউই পেসার স্মিথ (৬০ রানে ৪ উইকেট) একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাকিস্তানের হয়ে ৭৮ বলে দলীয় সর্বোচ্চ ৮৩ রান করেন বাবর আজম। কিন্তু তার বিদায়েই সর্বনাশ হয় দলের। সালমান আগা ৪৮ বলে ৫৪ রান করে শেষদিকে হাল ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু অপরপ্রান্তে উইকেট পতনের মিছিল অব্যাহত থাকায় ব্যর্থ হতে হয় তাকে। পাকিস্তানের শেষ ৭ উইকেটের পতন হয় মাত্র ২২ রানে। এর আগে ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন চ্যাপম্যান। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে একাই পথ দেখান তিনি। ১১১ বল স্থায়ী ইনিংসটি ১৩টি চার ও ৪টি ছক্কায় সাজিয়েছেন এই কিউই ব্যাটার। চতুর্থ উইকেট জুটিতে ডেরিল মিচেলের (৮৪ বলে ৭৬ রান) সঙ্গে ১৯৯ রান যোগ করেন চ্যাপম্যান। আর শেষদিকে কিউইদের রান পাহাড়ে নিয়ে যান পাকিস্তান বংশোদ্ভুত অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস। অভিষেক ওয়ানডেতে মাত্র ২৪ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি। অভিষেকে এটিই সবচেয়ে দ্রুততম ফিফটি। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ হবে বুধবার, হ্যামিল্টনে।