চট্টগ্রাম টেস্টে প্রথমদিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম ও দ্বিতীয় সেশনে ২ উইকেটেই ১৭৭ রান করে জিম্বাবুয়ে। এই টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ করে বাংলাদেশের জন্য হতাশার দিনে পরিণত করতে চেয়েছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাইলে তৃতীয় ও শেষ সেশনে ৭ উইকেট তুলে নিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
মাত্র ৪০ রানের ব্যবধানে সর্বশেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। দারুণ বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে ফেরার দিনে চমৎকার বোলিংয়ে তাকে সঙ্গ দিলেন চট্টগ্রামের ছেলে নাঈম হাসান। দলটির ব্যাটিংয়ে ধস নামানোর শুরুটা করেছিলেন তিনি।
টানা দুই ওভারে দুই উইকেট নেন এই অফ স্পিনার। ৫ উইকেট নিয়েছেন তাইজুল। ব্রায়ান বেনেটকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন অভিষেক টেস্ট খেলতে নামা তানজিম হাসান সাকিব।
গতকাল সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী জিম্বাবুয়ে। প্রথমে করতে নামেন ব্রায়ান বেনেট ও বেন কারেন। ১০.৩ ওভারে তানজিম হাসান সাকিবের বলে জাকের আলীর ক্যাচে পরিণত হন ব্রায়ান বেনেট। ৩৩ বলে ৫ চারে ২১ রান সংগ্রহ করেন তিনি। ১ উইকেটে রান ৪১।
১৮.২ ওভারে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হন বেন কারেন। ৫০ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান নিয়েছেন তিনি। ২ উইকেটে রান ৭২।
৬৭.৩ ওভারে নাঈম হাসানের বলে জাকের আলী তালুবন্দি হন ক্রেইগ আরভিন। ৩১ বলে ১ চারে ৫ রান করেন তিনি। ৩ উইকেটে রান ১৭৭।
৬৯.২ ওভারে নাঈম হাসানের বলে তানজিম হাসান সাকিবের গ্লাভসবন্দি হন শন উইলিয়ামস। ১৬৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৭ রান তুলেছেন তিনি। ৪ উইকেটে রান ১৭৮।
৭৮.১ ওভারে তাইজুল ইসলামের বলে জাকের আলীর ক্যাচে পরিণত হন ওয়েসলি মাধেভেরে। ৩২ বলে ২ চারে ১৫ রান করেন তিনি। ৫ উইকেটে রান ২০০।
৮০.৪ ওভারে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওয়েলিংটন মাসাকাদজা। ৯ বলে ১ ছক্কায় ৬ রান নিয়েছেন তিনি। ৬ উইকেটে রান ২০৬।
৮০.৫ ওভারে তাইজুল ইসলামের বলে বোল্ডআউট হন রিচার্ড এনগারাভা। ব্যক্তিগত ১ বলে রানের খাতা না খোলে আউট হলে ৭ উইকেটে রান ২০৬।
৮৪.১ ওভারে রান আউট (তাইজুল/মিরাজ) ভিনসেন্ট মাসেকেসা। ১৪ বলে ১ চারে ৮ রান করেনে তিনি। ৮ উইকেটে রান ২১৬।
৮৪.৬ ওভারে তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হন নিকোলাস ওয়েলচ। ১৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রান নিয়েছেন তিনি। ৯ উইকেটে রান ২১৭।
তাফাদজাওয়াও সিগা ১৮ রানে ও ব্লেসিং মুজারাবানি ২ রানে অপরাজিত আছেন। ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৫টি, নাঈম হাসান ২টি ও তানজিম হাসান সাকিব ১টি উইকেট পেয়েনে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৯০ ওভারে ২২৭/৯ ( বেনেট ২১, কারেন ২১, ওয়েলচ ৫৪, উইলিয়ামস ৬৭, আরভিন ৫, মাধেভেরে ১৫, সিগা ১৮*, মাসাকাজদা ৬, এনগারাভা ০, মাসেকেসা ৮, মুজারাবানি ২*; হাসান ১০-৩-২৪-০, তানজিম ১০-০-৪৯-১, মিরাজ ২১-৭-৪৪-০, তাইজুল ২৭-৬-৬০-৫, নাঈম ২০-৯-৪২-২, মুমিনুল ২-০-২-০)।