টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। সাকিবকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাই আন্তুর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে দাসুন শানাকার ৩৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৬৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া ফিফটিতে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে সাইফ হাসান এবং লিটন দাসের ৫৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটির মধ্যে লিটন দাসের অবদান ছিল ১৬ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রানের। এই রান করতে গিয়েই ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রান ছিল সাকিব আল হাসানের। ১২৯ ম্যাচে ১২৭ ইনিংসে ব্যাট করে গড় ২৩.২৯, হাফ সেঞ্চুরি ১৩টি ও ১২১.১৮ স্ট্রাইক রেটে ২৫৫১ রান করেছিলেন টাইগার সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করার পথে সাকিবকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন। সাকিবের চেয়ে ১৫ ম্যাচ কম খেলে, অর্থাৎ ১১৪ ম্যাচে ১১২ ইনিংস ব্যাট করে লিটন দাস ১৫টি হাফ সেঞ্চুরিতে ২৩.৮৮ গড় ও ১২৬.৫৯ স্ট্রাইক রেটে ২৫৫৬ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য লিটনের অবস্থান ১৯তম স্থানে। তার আগে আরও ১৮জন ব্যাটার রয়েছেন। সর্বোচ্চ ৪২৩১ রান নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। এদিকে সাকিব আল হাসান এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। প্রায় ৩১ বছর বয়সী লিটন দাস নিঃসন্দেহে আরও বেশ কয়েক বছর টি-টোয়েন্টি খেলে যাবেন। ততদিনে শুধু নিজেকেই ছাড়িয়ে যাওয়ার পালা তার সামনে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস, যাদের ভূমিকা ছিল অনবদ্য এই জয়ে। শুরুতেই ব্যাটিং ইউনিটকে নিয়ে লিটন বলেন, 'এশিয়া কাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলেছিলাম, সেখানে লক্ষ্য তাড়া করে জিতেছি। তাই জানতাম আমাদের ব্যাটিং ইউনিট ভালো অবস্থায় আছে।’ এদিন টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ছিলেন লঙ্কান ব্যাটাররা। তবে বল হাতে কার্যকর ভূমিকায় দেখা গেছে মুস্তাফিজুর রহমানকে। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। তাকে নিয়ে লিটন বলেন, 'আমরা জানি মুস্তাফিজ কতটা কার্যকর। উইকেটটাও দারুণ ছিল। মুস্তাফিজ আর তাসকিন ১৯তম ও ২০তম ওভারে ম্যাচের চিত্র পাল্টে দেয়। একসময় মনে হচ্ছিল স্কোর ১৯০ হবে।' এদিন ৪৫ বলে ৬১ রানের সময়োপযোগী ইনিংস খেলেছেন ওপেনার সাইফ হাসান। তাকে নিয়ে লিটন বলেন, 'আমি জানি সাইফের এমন সামর্থ্য আছে, যে দলকে ম্যাচ জেতাতে পারে। আমরা আগেই ভেবেছিলাম সংযুক্ত আরব আমিরাতে ও ভালো ব্যাট করবে। ওর চরিত্র জানি, খেলার ধরনও জানি। এ ধরনের ম্যাচ তাড়া করে জিতলে পরের ম্যাচের জন্য বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়। তবে আবারও আমাদের সেরাটা খেলতে হবে। নতুন ম্যাচ, নতুন প্রতিপক্ষÑনিজেদের সেরা খেলাটাই তুলে ধরতে হবে।’