বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকাল। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। নিলামের মঞ্চে বড় ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানালেন, অচিরেই নারী বিপিএল আসছে মাঠে। আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘অচিরেই মেয়েদের বিপিএল করতে যাচ্ছি। পুরুষ ফ্র্যাঞ্চাইজি যদি সেখানে যুক্ত হয়, তবে খুব ভালো হবে।’ ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে বিসিবি সভাপতি আরও বলেন, ‘এই বিপিএলটা স্বচ্ছ করতে মাঠ ও মাঠের বাইরে যত ধরনের সাহায্য দরকার আমরা করব। আপনারাও আপনাদের দিকটা দেখবেন। যেন শুধু আমরা ক্রিকেটের মধ্যেই থাকি। এই খেলাটাকে সুরক্ষা করার জন্য যা যা দরকার, আপনাদের সহযোগিতা কামনা করছি।’ আমিনুল বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতিতে বিপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই টুর্নামেন্টের প্রতিটি দলকে প্রতিযোগিতায় সর্বোচ্চ মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
ক্রিকেট
অচিরেই নারী বিপিএল করতে যাচ্ছি ----------বিসিবি সভাপতি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গতকাল। রেডিসন হোটেলে বিপিএল অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম। নিলামের মঞ্চে বড় ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
Printed Edition