নারী বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল তৃতীয় ম্যাচেও জয়ের কাজটা অনেকটাই সেরে রেখেছে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২৭৬ রানের বিশাল সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী দল। যা ওয়ানডে ইতিহাসে তাদের সর্বোচ্চ দলীয় রান।গতকাল আগে ব্যাট করতে রেমে ফারজানা হক, শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত হাফসেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের মাধ্যমে টাইগ্রেসরা ২৭৬ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। এর চার দিন আগেই থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের ইনিংস খেলেছিল বাংলাদেশ, যা ছিল তৎকালীন রেকর্ড। তবে সেই রেকর্ড ভাঙতে এক সপ্তাহও অপেক্ষা করতে হয়নি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও পিংকি মিলে যোগ করেন ৩৫ রান। তবে নবম ওভারে চ্যাটার্জির বলে ২৯ বলে ১৪ রান করে ফেরেন ইশমা। পাওয়ারপ্লে শেষে টাইগ্রেসদের স্কোর ছিল ৪৩/১। এরপর ব্যাট হাতে হাল ধরেন শারমিন আক্তার ও ফারজানা হক পিংকি। দেখেশুনে শুরু করলেও ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা।
শারমিন ৫১ বলে এবং ফারজানা ৬৭ বলে পূর্ণ করেন তাদের অর্ধশতক। শারমিন করেন ৭৯ বলে ৫৭ রান এবং পিংকির ব্যাট থেকে আসে ৮৪ বলে ৫৭ রান। এই দুই সেট ব্যাটারের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের দুই ম্যাচে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরির দেখা পাওয়া এই ব্যাটার এবার ব্যাট করেন আরও আগ্রাসী ভঙ্গিতে। মাত্র ৩৯ বলে পূর্ণ করেন নিজের সপ্তম অর্ধশতক এবং ইনিংস শেষ করেন ৫৯ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। তবে তার সঙ্গীরা খুব একটা সুবিধা করতে পারেননি। সোবাহানা মোস্তারি ১৩ বলে ৯ রান করে আউট হন, রিতু মনির ব্যাট থেকে আসে ১২ রান। শেষদিকে দ্রুত রান তোলায় সহায়তা করেন ফাহিমা খাতুন, যিনি ২২ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে করে ২৭৬ রান, যা দেশের নারী ওয়ানডে ইতিহাসে নতুন মাইলফলক। নিঃসন্দেহে, এই ইনিংস বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে।