DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

শান্ত-মুশফিকদের বেতনের সঙ্গে বাড়ছে ম্যাচ ফিও!

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই ছিল হতাশাজনক। ওয়ানডে ফরম্যাটের পারফরম্যান্স গর্ব করার মত কিছু থাকলেও বর্তমানে সেখানেও ভাটা পড়েছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর দল সবগুলো ম্যাচ হেরেছে।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
dsfsdf

টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই ছিল হতাশাজনক। ওয়ানডে ফরম্যাটের পারফরম্যান্স গর্ব করার মত কিছু থাকলেও বর্তমানে সেখানেও ভাটা পড়েছে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর দল সবগুলো ম্যাচ হেরেছে। শূন্যহাতে আরও একটি আইসিসি ট্রফি খেলে ফিরেছে তারা। পারফরম্যান্স হতশ্রী হলে কী হবে? আর্থিক বিষয়ে কোনও কিছুতেই কমতি নেই ক্রিকেটারদের। বেতনের সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হচ্ছে ক্রিকেটারদের। ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হচ্ছে তিন ফরম্যাটে। তবে সবচেয়ে বেশি বাড়ছে টেস্ট ক্রিকেটারদের ম্যাচ ফি। বিসিবির সূত্র মতে টেস্টে ম্যাচ ফি বেড়েছে ৩৩ শতাংশেরও বেশি। আগে যা ছিল ৬ লাখ টাকা, এখন সেটি বেড়ে ৮ লাখ টাকা হচ্ছে!

ওয়ানডে ফরম্যাটেও ৩৩ শতাংশের মতো ম্যাচ ফি বাড়ানো হয়েছে। আগে একেকটি ওয়ানডে ম্যাচ খেলে ক্রিকেটাররা পেতেন ৩ লাখ টাকা। এখন একেকটি ওয়ানডে ম্যাচ খেলার বিনিময়ে নাজমুলরা পাবেন ৪ লাখ টাকা। এছাড়া টি-টোয়েন্টিতে ম্যাচ ফি বাড়ানো হয়েছে ২৫ শতাংশ। আগে যা ছিল ২ লাখ টাকা, এখন তা বেড়ে হয়েছে আড়াই লাখ। ম্যাচ ফি বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেট অফিস থেকে বেশ কিছুদিন আগেই এই বছরের জন্য ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছিল। ইতোমধ্যে বেতন বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব মিলিয়ে ৫টি ক্যাটাগরিতে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করে বিসিবি। যেখানে রাখা হয়েছে ২২ জন ক্রিকেটারকে। চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। আর মাহমুদউল্লাহ অনুরোধ করে নিজের নাম প্রত্যাহার করেছেন। তবে ওয়ানডে থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম রয়েছেন। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনি। চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ প্লাস’। মাসিক ১০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়া এখানে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। পরের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তারা প্রতি মাসে পাবেন ৮ লাখ টাকা করে।

‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন মাসিক ৬ লাখ টাকা করে। এই তালিকায় রয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আর ‘সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। এই ক্যাটাগরির মাসিক বেতন ৪ লাখ টাকা। সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তাদের বেতন মাসিক ২ লাখ টাকা।