চলতি বছরে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ও পাকিস্তানের। টানা ছয় ম্যাচ হারের পর প্রত্যাবর্তনের গল্প লিখেছে টাইগাররা। শ্রীলঙ্কার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন দাসের দল। নিজ দেশের এমন সিরিজ হার এখনও মেনে নিতে পারছেন না ধারাভাষ্যকার রমিজ রাজা।টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২৪ জুলাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৪ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় পাকিস্তান। গতকাল রাতে নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে রমিজ বলেন, ‘খুব সহজেই হয়তো পাকিস্তানকে বলা যায় যে এমন কিছু হতেই পারে। ভাগ্য খারাপ ছিল। কিন্তু এটা তো সত্য যে বাংলাদেশের কাছে তারা (পাকিস্তান) সিরিজ হেরেছে। বাংলাদেশের কাছে পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হেরে গেছে।’ তিনি আরও বলেন, ‘এখনো বুঝতে পারছি না যে আমি কী বলবো, কোথা থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো। পাকিস্তানকে লোকেরা ফেভারিট দল মনে করেন। কিন্তু কঠিন পিচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিংয়ের জারিজুরি ফাঁস হয়ে গেল। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হবে, সেই বুদ্ধি খাটাতে হবে। বড় শট খেলতে হলেও ভালো টেকনিক দরকার।’ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি করে খাদের কিনারা থেকে পাকিস্তানকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন ফাহিম আশরাফ। তবে ফাহিমকে দারুণ এক কুইকারে বোল্ড করে ম্যাচটা বাংলাদেশের দিকে নিয়ে আসেন রিশাদ হোসেন। সেই ম্যাচে ৪ ওভারে ৪২ রান খরচ করলেও রিশাদ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে দারুণ অবদান রেখেছেন।