পাকিস্তানের বিপক্ষে জুলাইতে টি-টোয়েন্টি সিরিজ সমাপ্তির পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থেকেও বাংলাদেশের একাধিক ক্রিকেটার আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। গতকাল আইসিসি সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেনের উন্নতি। পাশাপাশি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন মেহেদি হাসান মিরাজ। রিশাদ হোসেন এক ধাপ এগিয়ে ১৯তম উঠে এসেছেন, তার রেটিং পয়েন্ট ৬১১। এই লেগস্পিনারের সাথে বাংলাদেশের আরও দুই বোলার মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি শীর্ষ বিশের মধ্যে রয়েছেন। মুস্তাফিজ ৬৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছেন আর মেহেদি রয়েছেন ১৭তম স্থানে, তার রেটিং পয়েন্ট ৬২৩। এছাড়া, তাসকিন আহমেদও এক ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন, তার রেটিং পয়েন্ট ৫৭২। তবে এই উন্নতির সঙ্গে কিছু বোলার পিছিয়েছে, পেসার তানজিম হাসান সাকিব ২ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে আর হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে যথাক্রমে ৪৩ ও ৪৬তম স্থানে অবস্থান করছেন। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বাংলাদেশের ব্যাটাররা কিছুটা পিছিয়ে গেছেন। তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম এবং লিটন দাস ২ ধাপ করে পিছিয়েছেন। হৃদয় ৪১তম স্থানে, তানজিদ ৪৫তম স্থানে এবং লিটন ৪৮তম স্থানে অবস্থান করছেন।