জিম্বাবুয়ের বিপক্ষে রানপাহাড় গড়ে নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। গত বৃহস্পতিবার প্রথম দিনে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ওলি পোপ। তবে শুক্রবার তিনি ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি। ৬ উইকেটে ৫৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। ৩ উইকেটে ৪৯৮ রান নিয়ে ইংল্যান্ড গতকাল দ্বিতীয় দিন শুরু করেছিল। ওলি পোপ অপরাজিত ছিলেন ১৬৯ রানে। তবে গতকাল মাত্র ২ রান যোগ করেই তিনি টানাকা চিভাঙ্গার বলে আউট হয়ে যান। পোপের ১৬৬ বলে ১৭১ রানের ইনিংসে ছিল ২৪টি চার এবং ২টি ছক্কার মার। আরেক অপরাজিত ব্যাটার হ্যারি ব্রক ৫০ বলে ৬ চার ৩ ছক্কায় করেন ৫৮ রান। ব্রুক আউট হওয়ার একটু পরই ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংসে আরও দুই সেঞ্চুরিয়ান আছেন। তারা হলেন দুই ওপেনার জ্যাক ক্রলি (১২৪) এবং বেন ডাকেট (১৪০)। দুজনের উদ্বোধনী জুটিই ছিল ২৩১ রানের। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ‘সেঞ্চুরি’ করেছেন ব্লেসিং মুজারাবানি, টানাকা চিভাঙ্গা এবং ভিক্টর এনুইচি। ২৪ ওভারে ৯৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। এখন দেখার খর্বশক্তির দলটি ব্যাটিংয়ে কেমন করে।