ক্রিকেট
ভারতের মানের কাছাকাছিও নেই পাকিস্তান ------ সঞ্জয় মাঞ্জরেকার
চ্যাম্পিয়নস ট্রফির গত আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ঘটনাটি ৮ বছর আগে, ২০১৭ সালের। আর সেটাই ছিল ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় পাকিস্তানের।
Printed Edition
চ্যাম্পিয়নস ট্রফির গত আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। ঘটনাটি ৮ বছর আগে, ২০১৭ সালের। আর সেটাই ছিল ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় পাকিস্তানের। এরপর বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলে ৬ বারের দেখায় ৫টিতে হারের মুখ দেখেছে পাকিস্তান। অন্যটি পরিত্যক্ত। ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক সময়ের এমন পারফরম্যান্স ম্যাচের আগে মনে করিয়ে দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। চ্যাম্পিয়নস ট্রফির আগামীকালের ম্যাচেও পাকিস্তান ভারতকে ভোগাতে পারবে না বলে মনে করেন তিনি। ধারাভাষ্যকার দীপ দাশগুপ্তের প্রশ্নের জবাবে এই সাবেক ক্রিকেটার বলেন, ‘পাকিস্তান এখন ভারতের মানের কাছাকাছিও নেই। সাম্প্রতিক সময়ে ভারত পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে, আর এবার পাকিস্তান তো আরো দুর্বল।’ ২০১১ সাল থেকে ভারত ও পাকিস্তান মোট ১৫টি এক দিনের ম্যাচ খেলেছে, যার মধ্যে ভারত জিতেছে ১০টি, পাকিস্তান মাত্র ৪টি। অথচ দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখনো বেশ এগিয়ে পাকিস্তান। তাদের ৭৩টি জয়ের বিপরীতে ভারতের জয়ের সংখ্যা ৫৭টি। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার একজন। আবরার আহমেদ। মাঞ্জরেকারের মতে, দুবাইয়ের কন্ডিশনে সফল হতে ভালো স্পিনার দরকার।