আজ থেকে ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ড দলের কাছে কখনও ওয়ানডে সিরিজ হারেনি ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে শতভাগ সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়ে অন্যদিকে ভারতের মাটিতে কখনও ওয়ানডে সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে মরিয়া নিউজিল্যান্ড। ভাডোদারার কোটাম্বি স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই ম্যাচ দিয়ে পুরুষ ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে বডোদারা স্টেডিয়ামের। এর আগে ২০২৪ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের তিন ওয়ানডে ম্যাচ আয়োজন করেছিল এই ভেন্যু। ১৯৮৭ সাল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে খেলতে শুরু করে ভারত। এরপর কিউইদের বিপক্ষে সাতবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। সবগুলোই জিতেছে ভারত। তাই অতীতের রেকর্ড অক্ষুন্ন রাখার বড় চ্যালেঞ্জ ভারতের সামনে। ২০২৪ সালে ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে নিউজিল্যান্ডের কাছে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া করেছে ভারত। কিন্তু ওয়ানডে ফরম্যাটের রেকর্ড অব্যাহত রাখতে চায় স্বাগতিকরা। ভারত অধিনায়ক শুভমান গিল বলেন, ‘সব সিরিজই আলাদা ও গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সব সময় উপভোগ করি। কোনও ফরম্যাটই সহজ নয়। নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। ভাল ফল করতে হলে ভাল খেলতে হবে। একাগ্রতা বজায় রাখতে হবে।’ চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দু’টি ওয়ানডে সিরিজ খেলেছে ভারত। তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া সফরে হারলেও, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিকই জয় পেয়েছে। দুই সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই রোহিত ও কোহলির প্রশংসা করেছেন গিল। তিনি বলেন, ‘ওয়ানডেতে বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত ভাই। ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার কোহলি ভাই। দু’জনের প্রচুর অভিজ্ঞতা আছে। তারা দলে থাকলে চাপ তো হয়ই না, উল্টো আমার সুবিধাই হয়। কাজ সহজ হয়ে যায়।’ গত বছর ভারতের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছিল নিউজিল্যান্ড। এবার ওয়ানডে সিরিজ জিতে আবারও নতুন ইতিহাসের জন্ম দিতে চায় কিউইরা। দলের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। প্রথমবারের মত ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাসের জন্ম দিতে চাই। যেমনটা ২০২৪ সালে টেস্ট সিরিজ জিতেছিলাম আমরা।’ ওয়ানডেতে ১২০ বার দেখা হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের। এরমধ্যে ভারতের জয় ৬২ ম্যাচে এবং নিউজিল্যান্ড জিতেছে ৫০বার। ১টি ম্যাচ টাই ও ৭ ম্যাচ পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ড দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফৌকস, মিচেল হে (উইকেটরক্ষক), কাইল জেমিসন, নিক কেলি, জেইডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলাস, গ্লেন ফিলিপস, মাইকেল রায়ে ও উইল ইয়ং।

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, হার্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কৃলদীপ যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।