শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হলেও শেষ টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৭৮ রানে। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারল নাজমুল হোসেন শান্তর দলা। এই নিয়ে নবম বার টেস্ট ম্যাচে শ্রীলংকার কাছে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ এই সিরিজ হারের ফলে ২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ১৬ দশমিক ৬৭ শতাংশ। শ্রীলংকার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান করেছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে আরও ৯৬ রান দরকার ছিল টাইগারদের। কিন্তু বাকী ৪ উইকেটে ১৮ রান যোগ করে ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। আর শ্রীলংকা জয় পায় ইনিংস ও ৭৮ রানে। এর আগে পাথুম নিশাঙ্কা ১৫৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। তার ইনিংসে ভর করে শ্রীলংকা মজবুত ভিত গড়ে তোলে। নিশাঙ্কা পাশে পেয়েছেন চান্দিমাল ও কুশল মেন্ডিসকেও। তিনজনের ব্যাটে শ্রীলংকা পায় ২১১ রানের বিশাল লিড। এই বিশাল ব্যবধান চাপ তৈরি করে বাংলাদেশ ব্যাটারদের ওপর। দ্বিতীয় ইনিংসে সেই চাপে পুরোপুরি ভেঙে পড়ে তারা। স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। বিশেষ করে প্রবাথ জয়াসুরিয়া একাই তুলে নেন ৫ উইকেট। চতুর্থ দিনের সকালে বাকি ছিল মাত্র ৪ উইকেট। মাত্র ৩৩ বলেই সবকটি তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেয় স্বাগতিকরা। সময়ের হিসেবে চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টিকল মাত্র ৩০ মিনিট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরুতেই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। শ্রীলংকার ঘূর্ণির ফাঁদে পড়ে ১৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ৭৮ রানে হেরে যায় সফরকারীরা। ১৩ রান নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ১৪ রানে স্পিনার প্রবাথ জয়সুরিয়ার বলে আউট হন লিটন দাস। এরপর নাইম হাসানকে ৫ ও তাইজুল ইসলামকে ৬ রানে শিকার করেন ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন জয়সুরিয়া। শেষ ব্যাটার এবাদত হোসেনকে ৬ রানে থামিয়ে শ্রীলংকার জয় নিশ্চিত করেন স্পিনার থারিন্দু রতœায়েকে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক ১৯ রান করে এবং মোমিনুুল হক ১৫ ও সাদমান ইসলাম ১২ রান করেন। বল হাতে ৫৬ রানে ৫ উইকেট নেন জয়সুরিয়া। ২২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১২তম ও বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। পাশাপাশি অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও থারিন্দু ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১৫৮ রান করায় ম্যাচের সেরা খেলোয়াড় হন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। দুই টেস্টে ৩৬৯ করে সেরা সিরিজ সেরাও নির্বাচিত হন তিনি। আগামী ২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাাদেশ ও শ্রীলংকা। এরপর ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪৪.২ ওভারে ১৩৩/১০ (নাহিদ ০*; এনামুল ১৯, সাদমান ১২, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, মিরাজ ১১, লিটন ১৪, নাঈম ৫, তাইজুল ৬, এবাদত ৬)
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১১৬.৫ ওভারে ৪৫৮/১০ (বিশ্ব ২*; উদারা ৪০, চান্ডিমাল ৯৩, নিসাঙ্কা ১৫৮, ধনাঞ্জয়া ৭, প্রবাথ ১০, কামিন্দু ৩৩, দিনুশা ১১, থারিন্দু ১০, কুশল ৮৪, আসিথা ০) লিড ২১১।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭/১০ (রানা ০*: বিজয় ০, মুমিনুল ২১, শান্ত ৮, সাদমান ৪৬, লিটন ৩৪, মুশফিক ৩৫, মিরাজ ৩১, নাঈম ২৫, এবাদত ৮, তাইজুল ৩৩১)
ফলাফল: শ্রীলংকা ইনিংস ও ৭৮ রানে জয়ী
সিরিজ: শ্রীলংকা ১-০ ব্যবধানে জয়ী
ম্যাচ ও সিরিজ সেরা: পাথুম নিশাঙ্কা।
অধিনায়কত্ব ছাড়লেন শান্ত : শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ হরের পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট শেষে গতকাল সংবাদ সম্মেলনে বড় ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন শান্ত। প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় ম্যাচ ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। টেস্ট সিরিজ শেষে সাংবাদিকদের শান্ত বলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর দায়িত্ব পালন করতে চাই না। পুরোপুরি দলের ভালোর জন্য এই সিদ্ধান্ত আমি নিয়েছি এবং আমি মনে করি এটাতে দলের ভালো কিছু হবে।’ শান্ত আরও বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে তিন অধিনায়ক দলের জন্য একটু কঠিন হতে পারে। দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি। বোর্ড যদি মনে করে আলাদাভাবে তিনটা অধিনায়ক তারা রাখবে এটা একেবারেই তাদের সিদ্ধান্ত। কেউ যেন মনে না করে যে, আমি ব্যক্তিগত কোন কিছু থেকে বা আমার মন খারাপ থেকে, রাগ থেকে এটা করেছি। এটা আমি পরিষ্কার করলাম। এটা শুধু দলের ভালোর জন্য। এখানে ব্যক্তিগত কিছু নেই।’ গলে প্রথম টেস্টে দারুণ পারফরম্যান্সের পর এমন পরাজয়ে বেশ হতাশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, ‘প্রথম টেস্টে যেভাবে শেষ করেছিলাম, এরপর এই টেস্টের ফল খুব হতাশাজনক। প্রথম ইনিংসে আমাদের ব্যাটিং মানদ-ে পৌঁছায়নি। সুযোগ ছিল কিন্তু কাজে লাগাতে পারিনি।’ ব্যাটিং ব্যর্থতায় উইকেটের কোনও দায় দেননি শান্ত। তার মতে, ব্যাটারদের আউটের ধরন কোনোভাবেই গ্রহযোগ্য নয়, ‘আমি এখনও মনে করি আমাদের ব্যাটিং করা উচিত ছিল আগে। উইকেট একটু ধীর গতির ছিল ঠিকই, কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা গ্রহণযোগ্য নয়।