বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। সভাপতি নির্বাচিত হওয়ার পর গতকাল বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’ তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’ নতুন সভাপতি আমিনুল ইসলাম একজন পুরোদস্ত ক্রিকেটার হওয়ার আগে ফুটবল ও ক্রিকেট দুই খেলাই খেলতেন। দুই খেলাতেই ঘরোয়া ওই সময়ের সর্বোচ্চ আসরে খেলেছেন। ক্রিকেটে ক্যারিয়ার সমৃদ্ধ করা বুলবুলের ফুটবলও প্রিয় খেলা।
তিনি ক্রিকেটের পাশাপাশি সমানভাবে ফুটবলেরও খোঁজ-খবর রাখেন। ক্রিকেট খেলা দেখেন, ফুটবলও দেখেন এবং সেটা মাঠে গিয়েই। হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের কারণে ফুটবলে যে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ফুটবলে ভালো একটা সময় যাচ্ছে।’ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হামজা-শামিতদের খেলা দেখারও ইচ্ছা আছে ক্রিকেটের নতুন বসের। তিনি বলেছেন, ‘১০ জুনের ম্যাচ আমি দেখতে চাই। চেষ্টা করবো টিকিট পাওয়ার।’ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিস্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।