আঙুলের ইনজুরিতে আক্রান্ত অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার প্রতিভাবান খেলোয়াড় মিচেল ওয়েনকে দলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলছেন মিডল অর্ডার ব্যাটার ওয়েন। পিএসএলে জালমির মিশন শেষে আইপিএলে যোগ দিবেন ওয়েন।
ছয় দলের টুর্নামেন্টে ৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে পেশোয়ার। লিগ পর্বে আর তিন ম্যাচ বাকী আছে তাদের। পেশোয়ার প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করলে ১৮ মে পর্যন্ত পিএসএলে দলের সাথে থাকতে হবে ওয়েনকে। আইপিএলের লিগ পর্বে পাঞ্জাবের শেষ ম্যাচ ১৬ মে। ফলে পাঞ্জাব প্লে-অফে খেলার সুযোগ পেলেই আইপিএলে দেখা যাবে ওয়েনকে। ২০ মে থেকে শুরু হবে আইপিএলের প্লে-অফ। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে দৌঁড়ে এগিয়ে আছে পাঞ্জাব। পিএসএলে পেশোয়ারের হয়ে সাত ম্যাচ খেলেছেন ওয়েন। ইন্টারনেট।