ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনাল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান-আবাহনী মুখোমুখি হচ্ছে আজ মঙ্গলবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়। উত্তেজনাকর এই ম্যাচ লিগের শিরোপা নির্ধারণী হিসেবে বিবেচিত হবে।

কেননা ম্যাচটিতে যে দল জিতবে, তারাই হবে চ্যাম্পিয়ন। লিগ পর্ব আর সুপার লিগ মিলিয়ে ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৬। অন্যদিকে সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৪। অর্থ্যাৎ মোহামেডানের চেয়ে আবাহনী ২ পয়েন্ট এগিয়ে।

পয়েন্ট টেবিলের হিসাব অনুযায়ী এ ম্যাচে যদি আবাহনী জিতে যায়, তাহলে ৪ পয়েন্ট বেশি নিয়ে তারাই চ্যাম্পিয়ন হবে।

সেক্ষেত্রে সর্বশেষ পাঁচ মৌসুমে চারবারই শিরোপা জিতবে আবাহনী লিমিটেড। আর মোহামেডান জিতলে তাদের পয়েন্ট হবে আবাহনীর সমান ২৬। তখন বাইলজ অনুসারে হেড টু হেড লড়াইয়ের হিসাব হবে। অর্থ্যাৎ হেড টু হেড লড়াইয়ে যে দল বেশি ম্যাচ জিতবে তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

ডিপিএলের চলতি মৌসুমে আগের দুই দেখায় দুইবারই আবাহনীকে হারিয়েছে মোহামেডান। সে হিসেবে আজ জিতলে মোহামেডানই হবে শিরোপার মালিক। সেক্ষেত্রে ২০০৯ সালের পর এটি হবে তাদের প্রথম শিরোপা।

মনে প্রশ্ন, যদি দুই দলের মধ্যকার অঘোষিত ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তাহলে শিরোপা যাবে কার ঘরে?ম্যাচ পরিত্যক্ত হলে দু'দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। সেক্ষেত্রে আবাহনী এক, মোহামেডানও পাবে এক পয়েন্ট। তখন চূড়ান্ত হিসাব দাঁড়াবে ১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৭, আর মোহামেডানের ২৫। অর্থাৎ দুই পয়েন্ট বেশি নিয়ে চ্যাম্পিয়ন হবে আবাহনী লিমিটেড।