অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াইয়ের পর মেলবোর্নের কাছে ৩ উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল। ৪ বল হাতে রেখে শেষ ওভারে জয় পেয়েছে মেলবোর্ন। পঞ্চম ম্যাচে এটি তৃতীয় হার বাংলাদেশ 'এ' দলের। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ 'এ'। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে জয় তুলে নেয় মেলবোর্ন। ফলে মেলবোর্ন স্টারসের কাছে হেরে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ ‘এ’ দল। যদিও এখনও একটি ম্যাচ বাকি। তবে সেই ম্যাচ জিতলেও কোনও লাভ হবে না বাংলাদেশর।

গতকাল আগে ব্যাটিং করে মেলবোর্ন স্টারসকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছিলো নুরুল হাসান সোহানের দল। জবাবে খেলতে নেমে ৪ বল আগেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে স্টারস। পুরো টুর্নামেন্টে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে তারা হেরেছিল পাকিস্তান শাহিনসের কাছে, এই ব্যাটিং ব্যর্থতার জেরেই। এরপর নেপাল জাতীয় দলের বিপক্ষে জিতলেও পরের ম্যাচে তারা হেরে যায় পার্থ স্কর্চার্স একাডেমির কাছে। আগের ম্যাচে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিলেন সোহানরা। তবে গতকাল আবার হেরে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। এই হারে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাদের।

গ্রুপ পর্বের বাকি থাকা ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। গতকাল ডারউইনে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ পুরনো গল্পই যেন নতুন করে লিখলো। ওপেনার নাঈম শেখ আজও ব্যর্থ হয়েছেন, খেলেছেন ১৯ রানের ইনিংস। আরেক ওপেনার জিসান আলমও আউট হয়েছেন ১৩ রানে। সাইফ হাসান সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন।

মিডল অর্ডারে সোহানের ২৭ বলে ৩৩ এবং ইয়াসির আলীর ১৭ বলে ২৯ রানে বাংলাদেশ ১৫৬ রান সংগ্রহ করে। ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে মেলবোর্ন। কিন্তু মিডল অর্ডার ব্যাটার জনাথন মার্লো সেই চাপ সামাল দেন। তার ৩৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় সাজানো ৬১ রানের ইনিংস জয়ের পথ তৈরি করে দেয়। শেষ পর্যন্ত ৪ বল আগে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের হয়ে হাসান মাহমুদ, রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন মুশফিক হাসান ও তোফায়েল আহমেদ।