আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের আসর। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল। দুরাইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। ভারত ও পাকিস্তান একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। গ্রুপ পর্বে একবার, আর যদি ফাইনাল পর্যন্ত পৌঁছে যায় তবে তিনবার পর্যন্তও দেখা হতে পারে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর। আর আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান লড়াইকে ঘিরে বাড়তি উন্মাদনা। সব আলোচনার কেন্দ্রবিন্দু সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মহারণে। মাঠের লড়াই যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি মাঠের বাইরেও চলে সমান উত্তাপ। সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও তিক্ত হয়েছে। অনেকেই ভারতকে পাকিস্তানের বিপক্ষে না খেলতে আহ্বান জানালেও এখন পর্যন্ত সেটি বাস্তব হওয়ার সম্ভাবনা খুবই কম। এই উত্তেজনার আসল ফায়দা তুলছে সম্প্রচারকারীরা। ভারতের সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ইতিমধ্যেই এশিয়া কাপের মিডিয়া রাইটস নিশ্চিত করেছে ২০৩১ সাল পর্যন্ত। প্রায় ১৭০ মিলিয়ন ডলার ব্যয়ে। আর সেই অধিকারকে কাজে লাগিয়ে তারা বিজ্ঞাপনের রেট ছুঁইয়ে দিয়েছে আকাশচুম্বী উচ্চতায়। ইকোনমিক টাইমস -এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপন সম্প্রচারে লাগবে ১৪ থেকে ১৬ লাখ রুপি! বাংলাদেশি টাকায় যেটা ২০ থেকে ২২ লাখ। স্বাভাবিকভাবেই ভারত-পাকিস্তান ম্যাচেই এই চাহিদা সবচেয়ে বেশি থাকবে। বিশ্লেষক নাভিন খেমকা (প্রেসিডেন্ট, ক্লায়েন্ট সল্যুশনস, ডব্লিউপিপি মিডিয়া) বলেছেন, ‘এশিয়া কাপের সময়ে বিজ্ঞাপনের চাহিদা সবসময়ই থাকে। এবারের বিশেষ সুবিধা হলো টুর্নামেন্ট পড়েছে উৎসব-পূর্ব মৌসুমে। দীপাবলি আগেভাগেই চলে আসছে, তাই সেপ্টেম্বর থেকেই বিজ্ঞাপনদাতাদের কার্যক্রম শুরু হবে জোরেশোরে। ভারত-পাকিস্তান ম্যাচ তো সবসময়ই সবচেয়ে বড় আকর্ষণ।’ মাঠে খেলোয়াড়রা লড়বেন ব্যাট-বলের লড়াইয়ে, কিন্তু মাঠের বাইরের আরেকটি প্রতিযোগিতা হবে বিজ্ঞাপনের বাজারে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোটি টাকার বিনিয়োগ, কোটি মানুষের দৃষ্টি আর আবেগের বিস্ফোরণ।