এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তান। ভারতের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। কিন্তু দলীয় ২১ রানে একটি বিতর্কিত আউটে প্রথম উইকেট হারায় দলটি। পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ফখর। ভারতের উইকেটকিপার সঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তাঁর গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে তা নিশ্চিত ছিলনা। বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলও আউট দেননি। সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনেফিট অব ডাউট ব্যাটসম্যান ফখরের দিকেই যাওয়ার কথা। কিন্তু নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফখরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। ফলে ৯ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন ওপেনার ফখর জামান। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারালেও রানের গতি ঠিকই ছিল পাকিস্তানের। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৬ ওভারে ১ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করছিলেন। দলের পক্ষে শাহিবজাদা ফারহান ২৯ রানে আর সাইম আইয়ুব ৯ রানে ব্যাটিংয়ে ছিলেন। এর আগে, গ্রুপ পর্বের দেখায় ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাকিস্তানের সামনে। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল। গতকাল টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আগের দেখায় পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় খেলোয়াড়েরা করমর্দন না করায় বিতর্ক কম হয়নি। ওই ঘটনার পর সুপার ফোরের ম্যাচেও টসের সময় হাত মেলাননি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক। গত ম্যাচের থেকে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে ভারত। একাদশে ফিরেছেন জাসপ্রিত বুমরাহও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। এই দুইজনকে জায়গা দিতে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং। পাকিস্তান দলও দুটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন হাসান নাওয়াজ ও খুশদিল শাহ। একাদশে ফিরেছেন হাফিম আশরাফ ও হোসাইন তালাত। টস শেষে সূর্যকুমার জানান যে, গতকাল অনুশীলনে প্রচুর শিশির ছিল, যা তার এই সিদ্ধান্তের পেছনে একটি বড় কারণ। তিনি আরও বলেন যে তারা প্রতিটি ম্যাচকেই নকআউটের মতো করে খেলছেন, তাই খেলার ধরনে কোনো পরিবর্তন আসবে না। তিনি আবুধাবি ও দুবাইয়ের পিচের মধ্যে পার্থক্য তুলে ধরেন, যেখানে দুবাইয়ের পিচ তুলনামূলকভাবে ধীর গতির। দলে ফিরেছেন বুমরাহ এবং বরুণ। দেখে মনে হচ্ছে অক্ষর খেলার জন্য পুরোপুরি ফিট এবং প্রস্তুত। অন্যদিকে, সালমান আলী আগা বলেন, যে পাকিস্তানও প্রথমে বোলিং করতে পছন্দ করত। তিনি যোগ করেন যে এই ম্যাচটি তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ এবং তারা ভালো ক্রিকেট খেলতে বদ্ধপরিকর। দলের সবার মন মেজাজ স্বাভাবিক আছে।

ভারত একাদশ-

অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ-

সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।