নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছেন মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই আগুনঝরা বোলিংয়ে বিশ্বক্রিকেটে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এর প্রতিফলনও দ্রুতই পেয়ে গেছেন মারুফা। এ সংস্করণে বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়েছেন এ বাংলাদেশ পেসার।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথাক্রমে গতকাল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে ৪১ নাম্বারে উঠে এসেছেন ২০ বছর বয়সী মারুফা। দুটিই তার ক্যারিয়ারসেরা। ২রা অক্টোবর কলম্বোতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশের মেয়েরা। সে ম্যাচে ৭ ওভারে ৩১ রানের খরচে ২ উইকেট তুলে নেন মারুফা। ইনিংসের প্রথম ওভার বোলিংয়ে এসে পরপর শেষ দুই বলে পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনের স্টাম্প ভেঙে দিন তিনি। এর মধ্যে সিদরা আমিনকে যে বলে মারুফা বোল্ড আউট আউট করেন, সেটিকে তখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি বলে আখ্যা দেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। পরে ম্যাচসেরার পুরস্কারটাও ঝুলিতে ভরেন মারুফা।