আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ডিসেম্বরের শেষ দিকে স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত দলে ছিলেন অভিজ্ঞ পেসার নাভিন-উল-হক। তবে জাতীয় দলে ফেরার আগেই দুঃসংবাদ পেল আফগান শিবির। নতুন করে চোটে পড়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার।

এশিয়া কাপের আগে গত সেপ্টেম্বরে কাঁধে চোট পান নাভিন। সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগেই আবার সমস্যায় পড়েছেন তিনি। যদিও চোটের ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি এসিবি। তবে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে নাভিনকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হতে পারে।

এখনো নাভিনের পরিবর্তে কাউকে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে বিশ্বকাপ স্কোয়াডের ট্রাভেলিং রিজার্ভে থাকা এএম গাজানফার, ইজাজ আহমদজাই এবং পেসার জিয়াউর রহমান শরিফি মূল দলে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। চোটের কারণে ওই সিরিজেও নাভিন-উল-হকের খেলা হচ্ছে না।

এদিকে ক্যারিবীয় সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টি ছেড়ে দেশে ফিরছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি বর্তমানে এমআই কেপটাউনের অধিনায়ক হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

বিশ্বকাপে নাভিনের অনুপস্থিতি আফগানদের জন্য বড় ধাক্কা। ফজলহক ফারুকির সঙ্গে পেস বিভাগের নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাভিনের। যদিও স্কোয়াডে দুই পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই এবং গুলবাদিন নাইব আছেন। তবে সংক্ষিপ্ত ফরম্যাটে ফারুকি-নাভিন জুটি আফগানদের জন্য বিশ্বস্ত হাতিয়ার ছিল। চোটে পড়া এই তারকা ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন। এরপর মাঠে ফিরে মেজর লিগ ক্রিকেট ও এসএ টোয়েন্টিতে খেলেছিলেন নাভিন। এ ছাড়া সম্প্রতি খেলেন আইএল টি-টোয়েন্টিতে।

এদিকে, জাতীয় দলের ডাক পড়ায় এসএ টোয়েন্টিতে আর খেলা হচ্ছে না রশিদের। তার পরিবর্তে এমআই কেপটাউনে রিপ্লেসমেন্ট হিসেবে খেলবেন কাইরন পোলার্ড। যদিও চলমান এসএ টোয়েন্টিতে কেপটাউনের অবস্থান সুবিধাজনক নয়। ৮ ম্যাচে মাত্র ২ জয়ে তারা পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। এ ছাড়া পার্ল রয়্যালসের হয়ে খেলা মুজিব-উর-রহমানও টুর্নামেন্টটি ছেড়ে আসবেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের দল ‘ডি’ গ্রুপে খেলবে ডিফেন্ডিং রানারআপ দক্ষিণ আফ্রিকা পাশাপাশি নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে।