মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের যুব বিভাগ আয়োজিত ‘জননেতা মোবারক হোসাইন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে’র উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট লাউতলা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা-১৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোবারক হোসাইন। আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মোঃ শফিউর রহমান, সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল আজম, থানা আমীর মোঃ মাসুদুজ্জামান, থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল, থানা নির্বাচন পরিচালক সাইফুর রহমান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য রুহুল আমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপচে পড়া দর্শক আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
উদ্বোধনী বক্তব্যে মোবারক হোসাইন বলেন, দেশের ভবিষ্যত নেতৃত্ব তরুণদের হাতে-তাই তাদের জন্য কর্মসংস্থান ও ইতিবাচক কর্মকা-ের সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক শিক্ষিত ও মেধাবী যুবক রয়েছে, যারা সুযোগের অভাবে পিছিয়ে আছে। দায়িত্বশীল রাষ্ট্রের কাজ হলো তাদের কর্মসংস্থান নিশ্চিত করা, যাতে তারা পরিবার ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। খেলাধুলার অবকাঠামো সংকট নিয়ে তিনি বলেন, মোহাম্মদপুরসহ অনেক এলাকার খেলার মাঠ দখল হয়ে গেছে। মাঠ শুধু বিনোদনের স্থান নয়; এটি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের কেন্দ্র। দখল হওয়া মাঠগুলো পুনরুদ্ধার করা গেলে তরুণরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং সমাজে অপরাধ প্রবণতাও কমবে। তিনি আরও বলেন, মোহাম্মদপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিবেশবান্ধব এলাকায় পরিণত করতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ জরুরি। সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষার পরিবেশ, ব্যবসায়িক কার্যক্রম ও পারিবারিক জীবনকে আরও উন্নত করা সম্ভব। আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রশংসা করে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, দলগত কাজ, পারস্পরিক সম্মান ও নেতৃত্বগুণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও স্বাস্থ্যকর কার্যক্রম অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)