বিজয় হাজারে ট্রফিতে গতকাল প্রথম দিনেই রেকর্ডের পর রেকর্ড হয়েছে। বৈভব সূর্যবংশীর ৮৪ বলে ১৯০ রানের ঝড়ো ইনিংসের পর সাকিবুল গনি ও ইশান কিষাণ অবিশ্বাস্য ব্যাটিং করেন। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের চারটি দ্রুততম সেঞ্চুরির তিনটিই হলো বিজয় হাজারে ট্রফিতে একই দিনে। প্রথমে বৈভব ৩৬ বলে শতক হাঁকান, তারপর ৩৩ বলে কিষাণ ও পরে ৩২ বলে সাকিব তিন অঙ্কের ঘরে পৌঁছান। দুটি ভিন্ন ভেন্যুতে এই রেকর্ড ভাঙাগড়ার খেলা হলো। কেবল দুজন ব্যাটার লিস্ট এ ক্রিকেটে সাকিবের চেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন- জেক ফ্রেসার ম্যাকগুর্ক ও এবি ডি ভিলিয়ার্স। ঝারখ-কে সৈয়দ মুশতাক আলী ট্রফি জয়ে ম্যাচ জয়ী সেঞ্চুরি করার এক সপ্তাহ পর আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝড় তোলেন কিষাণ। তার কিছুক্ষণ আগে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে ৩২ বলে শতক হাঁকান সাকিব। তাতে লিস্ট এ ক্রিকেটে রেকর্ড ৫৭৪ রান করে দলটি। এই দিনে আরও বেশ কিছু রেকর্ড হয়েছে- ৫৭৪/৬- পুরুষদের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছে বিহার। এই ফরম্যাটে আর একটি পাঁচশ ছাড়ানো ইনিংস হয়েছিল ২০২২-২৩ বিজয় হাজারে ট্রফিতে, ওইবারও অরুণাচল ছিল ‘ভুক্তভোগী’। তবে নারী-পুরুষ লিস্ট এ ক্রিকেট মিলিয়ে বিহারের সংগ্রহ দ্বিতীয় স্থানে। সবার উপরে শ্রীলঙ্কায় ঘরোয়া ওয়ানডের একটি ইনিংস, ২০০৭ সালে পুষ্পানন্দ লেডিসের বিপক্ষে ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাব ৬৩২ রান করেছিল। ৫৯- ১৫০ করতে বৈভব সূর্যবংশীর লেগেছে ৫৯ বল। পুরুষদের লিস্ট এ ক্রিকেটে এটি দ্রুততম ১৫০। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলের রেকর্ড ভেঙেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ভারতের ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’তে ফিরেছেন দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। আর ফেরার ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের জাত চেনালেন তারা। গতকাল জয়পুরে সিকিমের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে মাঠে নেমে ৯৪ বলে ১৫৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। সাত বছর পর এই টুর্নামেন্টে খেলতে নেমে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন মুম্বাই অধিনায়ক। তার ঝোড়ো ব্যাটিংয়ে সিকিমের ২৩৭ রানের লক্ষ্য মাত্র ৩০.৩ ওভারেই টপকে যায় মুম্বাই। অন্যদিকে দিল্লিতে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ৮৩ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দেন বিরাট কোহলি। ২০১০-১১ মৌসুমের পর এই প্রথম বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামলেন তিনি। এই ইনিংস খেলার পথেই লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছর বয়সী কোহলি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন। বিশ্ব ক্রিকেটে রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও ভিভ রিচার্ডসদের মতো কিংবদন্তিদের পাশে লিস্ট-এ ক্রিকেটে ১৬ হাজারি ক্লাবের নবম সদস্য এখন কোহলি। এদিকে আহমেদাবাদে কর্ণাটকের বিপক্ষে ঝোড়ো ব্যাটিং করে ওয়ানডে দলে ফেরার জোরালো দাবি জানিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। ঝাড়খ-ের হয়ে খেলতে নেমে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এটি লিস্ট-এ ক্রিকেটে কোনো ভারতীয়র দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। মাত্র এক বলের পার্থক্যে ইশান পিছিয়ে আছেন বিহারের সাকিবুল গনির কাছে, যিনি এদিনই অরুণাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন। দীর্ঘদিন পর বিজয় হাজারে ট্রফিতে তারকাদের এমন ফেরা ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষ করে কোহলির রেকর্ড এবং ইশানের এই টর্নেডো ইনিংস আসন্ন আন্তর্জাতিক সূচির আগে নির্বাচকদের জন্য মধুর বিড়ম্বনা তৈরি করল। বেঙ্গালুরুতে ১৫ বছর পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেললেন ৩৭ বছর বয়সী বিরাট কোহলি। আর প্রথম ম্যাচেই স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলকে ছুঁয়েছেন কিং কোহলি।