অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ম্যাচের সমীকরণ গতকালই সহজ হয়ে গিয়েছিল। বিনা উইকেটে ২১ রান দিয়ে গতকাল পঞ্চম ও শেষ দিনের শুরু করে ইংল্যান্ড। লাঞ্চের আগে ৩০ ওভারে স্বাগতিকদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১৭ রান। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে যেতে ইংলিশদের দরকার আর ২৫৪ রান, হাতে রয়েছে সবগুলো উইকেট। হেডিংলি টেস্টের শেষ দিনে আজ এখনও অক্ষত ইংলিশের উদ্বোধনী জুটি। বেন ডাকেট ফিফটি ছুঁয়েছেন আগেই, তার সংগ্রহ ৮৯ বলে ৬৪ রান। আরেক প্রান্তে জ্যাক ক্রলি অপরাজিত ৯৩ বলে ৪২ রানে। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ ওভার করেও উইকেটের দেখা পাননি আগের ইনিংসে ফাইফার তুলে নেয়া জশপ্রিত বুমরাহ। ৮ ওভার করেছেন মোহাম্মদ সিরাজ, স্পিনে ৪ ওভার হাত ঘুরিয়েছেন রবীন্দ্র জাদেজা।