ভারতের নারী দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা নতুন করে লিখলেন রেকর্ডের খাতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ-ীগড়ের মহারাজা যদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নাম তুললেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি, যা ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে যৌথভাবে জায়গা করে দিল তাকে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে খেলেন বাঁহাতি এই ওপেনার।
মাত্র ৭৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি, যা ভারতের নারী ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতক। তালিকার শীর্ষে রয়েছেন তিনিই, চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে নারীদের ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয় তিনি। তার ওপরে আছেন মেগ ল্যানিং (১৫) ও বেটস (১৩)।
কলম্বোতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
স্পোর্টস রিপোর্টার: চারবার ব্যর্থ হওয়ার পর এবার শিরোপা মিশন নিয়েই সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যা¥িপয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে নামজুল হুদা ফয়সালরা। শ্রীলংকার রাজধানী কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।এর আগেও এই টুর্নামেন্টে খেলেছেন ফয়সাল। কিন্তু প্রতিবারই আফসোসে পুড়েছেন। ট্রফি না পাওয়ার সেই দগদগে ঘায়ে এবার প্রলেপ দিতে চান শিরোপা জিতে। শ্রীলংকায় যাওয়ার আগে যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে সাত সপ্তাহের অনুশীলন করেছেন কোচ গোলাম রব্বানী। দীর্ঘ অনুশীলন ক্যাম্প করায় শিরোপার ব্যাপারে আত্মবিশ্বাসী ফয়সাল।
বুধবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করে ফয়সাল বলেন, ‘এই টুর্নামেন্টে ভারতের পরেই শক্তিশালী দল নেপাল। ইতোমধ্যে এ-গ্রুপে তারা শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়েছে। এখন আমাদের সঙ্গে লড়বে। আশাকরি শতভাগ দিয়ে খেলে ম্যাচটা জিততে চেষ্টা করব।’কোচ গোলাম রব্বানীর কথা, ‘ছেলেরা এখানে এসে চার সেশন অনুশীলন করেছে। সবাই উজ্জীবিত নেপালের সঙ্গে খেলার জন্য। ছেলেরা যদি কঠিন পরিশ্রম, শৃংখলা, সাহস ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে, তাহলে জিতবে। দেশবাসীর কাছে দোয়া চাই।’ তিন দলের এই গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে উঠবে। বি-গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে শেষ চারে।