ইংল্যান্ডে চলতি সফরে অনন্য এক রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্সে বাউন্ডারির রেকর্ড গড়েন ভারতীয় ব্যাটসম্যানরা।পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটসম্যানরা সবাই মিলে ৪৭০টি বাউন্ডারি হাঁকান। ইংল্যান্ডে এবারের সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেন তরুণ ওপেনার শুভমান গিল। অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ায় অধিনায়কের দায়িত্ব আসে শুবমান গিলের কাঁধে।শুবমান গিল অধিনায়ক হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বিদেশের মাঠে রেকর্ড ৭৫৪ রান করেন তিনি।