ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে আবারও হারিয়েছে পাকিস্তান। রবিববার শাহিবজাদা ফারহান ও বাবর আজমের ফিফটির পর ১৯৬ রানের লক্ষ্য দিয়ে ৬৯ রানে জিতেছে পাকিস্তান। এটা দলটির টানা তৃতীয় জয়। টানা তিন জয়ে ফাইনালে উঠে গেছে পাকিস্তান। ৫ উইকেটে ১৯৫ রান সংগ্রহের পর জিম্বাবুয়েকে তারা ১৯ ওভারে ১২৬ রানে অলআউট করেছে। উসমান তারিকের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ডানহাতি স্পিনার। জিম্বাবুয়ে ৫৯ রানে চার উইকেট হারানোর পর তারিক দশম ওভারে হ্যাটট্রিক করেন।
ক্রিকেট
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে পাকিস্তান
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে আবারও হারিয়েছে পাকিস্তান। রবিববার শাহিবজাদা ফারহান ও বাবর আজমের ফিফটির পর ১৯৬ রানের লক্ষ্য দিয়ে ৬৯ রানে জিতেছে পাকিস্তান। এটা দলটির টানা তৃতীয় জয়।