নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজেও হারল ওয়েস্ট ইন্ডিজ। শুধু সিরিজ হাই নয়, হয়েছে হোয়াইটওয়াশও। এর আগে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও হারে দলটি। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে অবশ্য এক ম্যাচ জিতেছিল ক্যারিবীয়রা। কিন্তু তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সেই সান্ত্বনার জয়টাও পায়নি তারা। চরম ব্যর্থতায় ৩–০ ব্যবধানে হোয়াইট ওয়াশের শিকার হয়েছে শাই হোপের দল। গতকাল হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৩৬.২ ওভারে ১৬১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

১৬২ রানের লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। ৩২ রানের মধ্যে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে মার্ক চাপম্যানের ৬৩ বলে ৬৪ রানের ইনিংসের পর মাইকেল ব্রেসওয়েল ৩১ বলে ৪০ রানে অপরাজিত থেকে বাকি কাজ শেষ করেন। এর আগে, টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরুর পরও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিউই বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮২ বল বাকি থাকতেই মাত্র ১৬১ রানে গুটিয়ে যায় তারা। দলের হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেছেন রোস্টন চেজ। বোলিংয়ে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ছিলেন ম্যাচসেরা ম্যাট হেনরি। এই ডানহাতি ব্যাটার ৪৩ রান দিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। ৭ উইকেট নিয়ে সিরিজসেরা নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন।