ওয়ানডেতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় আলোচনায় উঠেছে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা হচ্ছে না বাংলাদেশের। বাছাই বাছাই পর্ব খেলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বলছে বিষয়টি এমন নয়।বছর কয়েক আগেও ওয়ানডেতে বিশ্বের যেকোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতো বাংলাদেশ। বাকি দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে জয়ের হারও বেশি ছিল টাইগারদের। তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে বাংলাদেশ। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমই গুঞ্জন ছড়িয়েছে যে, চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফাউ খেলতে হবে! তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯ এর মধ্যে থাকতে হবে।বিসিবির জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য র‌্যাংকিংয়ের ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগে বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র‌্যাংকিংয়ে। আর র‌্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল।

বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ : আফগানিস্তান-১ ওয়ানডে, ওয়েস্ট ইন্ডিজ-৩ ওয়ানডে, পাকিস্তান-৩ ওয়ানডে, নিউজিল্যান্ড-৩ ওয়ানডে, অস্ট্রেলিয়া-৩ ওয়ানডে, জিম্বাবুয়ে-৫ ওয়ানডে, আয়ারল্যান্ড-৩ ওয়ানডে, ভারত-৩ ওয়ানডে।