এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগ। এর আগে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিভাগ। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা বিভাগ। দ্বিতীয় কোয়ালিফায়ারেও হেরেছে চট্টগ্রাম। চট্টলার দলটিকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। আজ টুর্নামেন্টের ফাইনালে খুলনা বিভাগের মুখোমুখি হবে রংপুর বিভাগ। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারের রোমাঞ্চকর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে পরাজিত করে আবারো এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে পৌঁছে রংপুর বিভাগ। শিরোপা ধরে রাখার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ খুলনা বিভাগ। নাসির হোসেনের দুর্দান্ত অর্ধশতকের দিনে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন অধিনায়ক আকবর আলী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের পক্ষে ওপেনার সাদিকুর রহমান ৪৮ বলে তিনটি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও, অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী খেলেন এক ঝড়ো ইনিংস। মাত্র ২৭ বলে দুইশ স্ট্রাইক রেটে তিনি ৫৩ রান করে অপরাজিত থাকেন, হাঁকান পাঁচটি চার ও দুটি ছক্কা। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন করেন ২৭ বলে ২৮ রান। ১৬৮ রানের জবাবে ব্যাট করতে রংপুর ওপেনিংয়ে পাঠায় নাসির হোসেনকে, সঙ্গী ছিলেন জাহিদ জাভেদ। জাহিদ ২৮ বলে ৩৫ রান করে বিদায় নিলেও, বিগত কয়েকটি ম্যাচে ওয়ান ডাউনে খেলা নাসির এবার ওপেনিংয়ে নেমে দলের হাল ধরেন। ইকবাল হোসেন থিতু হতে না পারলেও নাসিরের ৪টি চার ও ৩টি ছক্কায় গড়া ৪১ বলে ৫৪ রানের ঝলমলে ইনিংস রংপুরকে জয়ের পথে বজায় রাখে। নাসির বিদায় নিলে দলের হাল ধরেন অধিনায়ক আকবর আলী। তিনি মাত্র ২১ বলে ৩টি ছক্কা ও ১টি চারে ৪০ রানের এক ক্যামিও ইনিংস খেলে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন। শেষের দিকে রংপুর দ্রুত কিছু উইকেট হারালে লড়াই জমে ওঠে। কিন্তু শেষ পর্যন্ত শেষ বলে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর বিভাগ। গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ সাড়া জাগিয়েছিল।
সেই সাফল্যের পর এ বছরের ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়ায় টুর্নামেন্টের দ্বিতীয় আসর। টানা কয়েক দিন বৃষ্টিতে প্রথম ধাপে কিছুদিন বন্ধ ছিল খেলা। এরপর পরিবর্তিত সূচিতে আবারও খেলা মাঠে গড়ায়। এবার ফাইনাল মাঠে গড়ানোর অপেক্ষায়।