পাকিস্তানের মাটিতে আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ভারতে আগামী নভেম্বরের মূল আসরের টিকিট কাটবে বাছাইয়ের শীর্ষ দুটি দল। বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো বাংলাদেশ নারী দল। দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। স্কটল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট ম্যাচ জেতার পর মঙ্গলবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৬৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল নারী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান 'এ' দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। লাহোরে নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে ১৬৭ রানে। গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ নারী দল। ফারজানা হক ৫০, অধিনায়ক নিগার সুলতানা ৭০ আর শেষদিকে দিলারা আক্তার ১৭ বলে ২৯ এবং জান্নাতুল ফেরদৌস ৩৪ বলে খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। পাকিস্তান 'এ' দলের ওয়াহিদা আক্তার আর উম্মে হানি নেন তিনটি করে উইকেট। জবাবে ফাহিমা খাতুন-রাবেয়া খানদের তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানেই গুটিয়ে পাকিস্তানের ইনিংস। দুয়া মজিদ ৩২ আর উম্মে হানি অপরাজিত ২৬ রান করেন। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। বাংলাদেশের মারুফা আক্তার, রাবেয়া খান আর ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।
ক্রিকেট
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ নারী দল
পাকিস্তানের মাটিতে আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ভারতে আগামী নভেম্বরের মূল আসরের টিকিট কাটবে বাছাইয়ের শীর্ষ দুটি দল। বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো বাংলাদেশ নারী দল।
Printed Edition
