অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয়ের টার্গেট নিয়ে আজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছয় বছর পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। ক্যানবেরায় বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ তিন সিরিজের সবগুলোই জিতেছে ভারত। ২০২০ ও ২০২২ সালে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে এবং ২০২৩ সালে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে টিম ইন্ডিয়া। শেষ দুই সিরিজ ঘরের মাঠে খেলেছিল ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ সময় পার করছে ভারত। ২০২৩ সালের আগস্ট থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্ট হারেনি তারা।