চেন্নাইয়ের কাছে হেরে কলকাতার প্লে-অফে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল। ১৮০ রানের লক্ষ্য তাড়ায় চেন্নাই সুপার কিংস ৬০ রান তুলতেই ৫ উইকেট হারালে ইডেন গার্ডেনের দর্শকদের মনে তখন বইতে লাগল স্বস্তির সুবাতাস। সুনীল নারাইন তখনো বোলিংয়ে আসেননি! নারাইনের মহামূল্যবান ৪ ওভার বহুবার ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। তাঁর সব ওভার বাকি থাকায় সমর্থকেরা কলকাতার নাইট রাইডার্সের জয় সময়ের ব্যাপার বলেই ধরে নিয়েছিলেন। কিন্তু ‘এবি ডি ভিলিয়ার্সকে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন। চারটি করে চার ও ছক্কায় চেন্নাইকে উপহার দিলেন ২৫ বলে ৫২ রানের ইনিংস। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে গেলেন ইমপ্যাক্ট বদলি নামা শিবম দুবে। আর শেষ ওভারে মহেন্দ্র সিং ধোনির ঠান্ডা মাথার ফিনিশিং। কলকাতার দেয়া লক্ষ্যটা ২ উইকেট আর ২ বল হাতে রেখে টপকে গেল চেন্নাই। ২০১৯ আইপিএলের পর প্রথমবারের মতো দলটি ১৮০ রান তাড়া করে জিতল। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে পড়া ধোনিদের জন্য এই ম্যাচ নিছক আনুষ্ঠানিকতার হলেও রাসেল-নারাইনের জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ।