ক্রিকেট
তৃতীয় বিভাগ বাছাইকে ‘ট্যালেন্ট হান্ট’ হিসেবে দেখছে বিসিবি
সততার শপথ পাঠসহ বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে তৃতীয় বিভাগ বাছাইয়ের বিভিন্ন দলের ৬০ ক্রিকেটারকে শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
Printed Edition
সততার শপথ পাঠসহ বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের। উদ্বোধনী অনুষ্ঠানে তৃতীয় বিভাগ বাছাইয়ের বিভিন্ন দলের ৬০ ক্রিকেটারকে শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।এসময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরি, বোর্ডের গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই লিগ থেকে নতুন প্রতিভা তুলে আনার কথা বলেন বিসিবি সভাপতি, ‘এখান থেকে কিছু সহজাত প্রতিভা উঠে আসবে। সবসময় যে এখান থেকে ক্রিকেটার পাব, তা জরুরি নয়। তবে আমরা তো ট্যালেন্ট হান্টিং করতাম আগে, ওই ট্যালেন্ট হান্টিংয়ের মতো ব্যাপার হবে।তরুণ ক্রিকেটারদের মধ্যে যারা প্রতিভাবান থাকবে, আমাদের লোকজন খেলা দেখবে, তারা প্রতিভাবান ছেলেদের খুঁজে বের করবে। সংখ্যায় যতোই হোক, পরবর্তীতে তাদের যেন আমরা পরিচর্যা করতে পারি। সহজাত প্রতিভা বের করার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ’-যোগ করেন তিনি।একসময় বাংলাদেশের ক্লাব ক্রিকেটে নতুন প্রতিভা উঠে আসার বড় উৎস ছিল এই তৃতীয় বিভাগ বাছাই। তবে ২০১৪-১৫ মৌসুমে থেমে যায় এই ‘ট্যালেন্ট হান্ট’।