লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন। চোটের কারণে প্রথম চার টেস্টে মাঠের বাইরে থাকা এই ডানহাতি পেসার প্রত্যাবর্তনেই যেন আগুন ঝরালেন। ভারতের প্রথম ইনিংসে মাত্র ৩৩ রানে ৫ উইকেট শিকার করে এক শতাব্দীরও বেশি পুরনো রেকর্ডে নাম তুললেন তিনি। আটকিনসনের শিকার হয়েছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। এর মাধ্যমে মাত্র ১৩ টেস্টে ৬০ উইকেট পূর্ণ করেন তিনি। গড় ২১ ও স্ট্রাইক রেট ৩৪.৯। টেস্ট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ৬০ উইকেট নেয়ার সময় স্ট্রাইক রেট ৩৫-এর নিচে রাখার কৃতিত্ব তার। তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি জর্জ লেহম্যান। ১৮৯৬ সালে শেষ টেস্ট খেলা এই বোলার ৩৪.১ স্ট্রাইক রেটে ৬০ উইকেট নিয়েছিলেন।
ক্রিকেট
১২৯ বছরের পুরনো রেকর্ডে নাম লেখালেন আটকিনসন
লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন। চোটের কারণে প্রথম চার টেস্টে মাঠের বাইরে থাকা এই ডানহাতি পেসার প্রত্যাবর্তনেই যেন আগুন ঝরালেন।