শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক করলেন পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলাম।বুধবার জয়ের লক্ষ্যে দুই দলটি শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার স্বরূপ ওয়ানডে দলের একাদশে সুযোগ পেয়েছেন ইমন। এ ছাড়াও ওয়ানডে অভিষেক করেছেন স্পিনার তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।