বাংলাদেশ বনাম ভারত ম্যাচ গত ১০ বছর ধরে ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। ম্যাচের আগে ও পরে সামাজিক মাধ্যমে চলে ভক্ত-সমর্থকদের কথার লড়াই। ম্যাচ যেখানেই হোক, সেটা নিয়ে পাড়া-মহল্লায় চলে বাজির খেলা। আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কান্ডে তিন জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে গত শুক্রবার খবর প্রকাশ পেয়েছে। ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পুলিশ হাতেনাতে গ্রেফতারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।