শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দুই সেঞ্চুরিতে গতকাল বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ২৯২ রান। দলের পক্ষে নাজমুর হোসেন শান্ত আর মুশফিকুর রহিম সেঞ্চুরি করে অপরাজিত আছেন। শান্ত ১৩৬ রানে আর মুশফিক ১০৫ রান নিয়ে আজ ব্যাট করতে নামবে। দীর্ঘ ১০ মাসের অপেক্ষা শেষে গতকাল শতরানের দেখা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ইনিংস খেলে নিজের ১২তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
এই ইনিংসের মাধ্যমে নিজের সাম্প্রতিক ব্যাটিং মন্দার জবাবও দিলেন তিনি। সর্বশেষ তিনি সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে, করেছিলেন ১৯১ রান। এরপর সাত টেস্টের ১৩ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ছিল মাত্র ৪০ রান। গতকাল টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ছিল বাংলাদেশের জন্য খুবই হতাশাজনক। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল টাইগার ব্যাটিং লাইনআপ। শুরুর এই ধস সামাল দেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেটে গড়েন ২৪৭ রানের জুটি, যা টেস্টে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ।
মুশফিকুর রহিম তার শতক পূর্ণ করেন ১৭৬ বলে, ইনিংসটি ছিল টানা ১৩ ইনিংস সেঞ্চুরিবিহীন সময় কাটিয়ে ওঠার এক অনবদ্য উদাহরণ। শুধু মুশফিকই নন, অধিনায়ক নাজমুল হোসেন শান্তও পেয়েছেন স্বস্তির শতক। এটি তার ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি। যা এসেছে দীর্ঘ ১৮ মাস পর। শান্ত তার সেঞ্চুরি পূর্ণ করেন ২০২ বলে, ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। গল টেস্টের এই সেঞ্চুরিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হচ্ছে, বিশেষ করে দলের বিপর্যয়ের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৮০ রান। উইকেটে ছিলেন সেঞ্চুরির পরও অবিচল থাকা মুশফিকুর রহিম ও ১২৯ রানে অপরাজিত শান্ত। শান্ত তার সেঞ্চুরি পূর্ণ করেন ২০২ বলে, ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। গল টেস্টের এই সেঞ্চুরিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হচ্ছে, বিশেষ করে দলের বিপর্যয়ের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে।