বিগ ব্যাশে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের হোবার্ট হ্যারিকেন্স। গতকাল লিগ পর্বে সিডনি সিক্সার্সের বিপক্ষে হোবার্টের নবম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে প্লে-অফ নিশ্চিত হয় রিশাদের দলের। ৯ ম্যাচে ৬ জয়, ২ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওযায় ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে হোবার্ট। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারলেও, পয়েন্ট তালিকায় শীর্ষ চার দলের মধ্যেই থাকবে হোবার্ট। সিডনি সিক্সার্সের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় হোবার্ট। ব্যাট হাতে নেমে ভাল শুরু করে সিডনি। ৫ ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলে তারা। এরপর বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সিডনির হয়ে দুই ওপেনার বাবর আজম ৯ ও ডেভিড ওয়ার্নার ১৯ রানে অপরাজিত থাকেন। হোবার্টের হয়ে তিনজন বোলার পাঁচ ওভার বোলিং করেন। কিন্তু বোলিংয়ের সুযোগ পাননি ইনফর্ম রিশাদ। বিগ ব্যাশে নিজের প্রথম আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৭.৬৩ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন রিশাদ। হোবার্টের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয় স্থানে আছেন রিশাদ।
ক্রিকেট
বিগ ব্যাশের প্লে-অফে রিশাদের হোবার্ট
বিগ ব্যাশে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের হোবার্ট হ্যারিকেন্স। গতকাল লিগ পর্বে সিডনি সিক্সার্সের বিপক্ষে হোবার্টের নবম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে প্লে-অফ নিশ্চিত হয় রিশাদের দলের।