দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। ঘাড়ের গুরুতর চোটের কারণে অধিনায়ক শুবমান গিল চলতি ম্যাচের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। শনিবার, ম্যাচের দ্বিতীয় দিনে চোট পাওয়ার পর তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গিলকে শুরু থেকেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে, তবে তা মূলত পর্যবেক্ষণের জন্য। রোববারও তিনি হাসপাতালেই থাকবেন এবং এই টেস্টে আর মাঠে নামতে পারবেন না। শুধু তাই নয়, গুয়াহাটিতে অনুষ্ঠেয় পরবর্তী টেস্টে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।জানা গেছে, গিলের জন্য ড. সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই প্যানেলে একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, নিউরোসার্জন, নিউরোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট রয়েছেন, যাতে তার স্বাস্থ্যের প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।শনিবার, ম্যাচের দ্বিতীয় দিনে, গিল মাত্র তিন বল খেলেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন। সাইমন হার্মারের বলে একটি সুইপ শট খেলার পরেই তাকে ঘাড় ধরে অস্বস্তিতে ভুগতে দেখা যায়। সঙ্গে সঙ্গে মেডিকেল টিমের সাহায্য চান তিনি। এরপর তাকে স্ক্যান এবং পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) রোববার সকালে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, গিল কলকাতা টেস্টে আর অংশ নিতে পারবেন না।