পাঁচদিন ব্যাপী ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ আজ সোমবার থেকে শুরু হচ্ছে। এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৬ ডিসেম্বর। পল্টন¯’ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন দেশের শাটলাররা তাদের নৈপুণ্য প্রদর্শন করবেন। সিরিজ শুরুর আগে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। যা ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হয়। সেখানে স্বাগতিক বাংলাদেশসহ ১৭টি দেশ এতে অংশ নিয়েছিল। সিরিজেও খুব একটা পরির্বতন আসছে না।