প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শামীম হোসেন পাটোয়ারীর ৩৭ বলে ৬২ রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে ধানমন্ডি ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক ৩০৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ২৫৩ রানে থামে ধানমন্ডির ইনিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে সাব্বির হোসেন, জাকির হাসান, ইরফান শুক্কুর ও শামীমের চার হাফ সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক তিনশ পার করে। ৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩২ রানে দুই উইকেট হারায় ধানমন্ডি। তৃতীয় উইকেটে ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলী চৌধুরী মিলে ৯৩ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৬ রানে ইয়াসিরের আউটের পর প্রতিরোধ ভেঙে পড়ে ধানমন্ডি ক্লাবের। ফজলে রাব্বি খেলেন ৭৯ রানের ইনিংস। শেষ দিকে সানজামুল ইসলাম ৩০ বলে ৩৭ রানে ইনিংস খেললে ধানমন্ডির ইনিংস থামে আড়াইশ পার করে। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও আরাফাত সানি প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন খালেদ আহমেদ। এর আগে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রাইম ব্যাংকের ব্যাটারদের ছোট ছোট বেশ কিছু কার্যকরী জুটি গড়ে। ওপেনিংয়ে নাঈম শেখ ও সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ৬০ রান। নাঈম শেখ ১৮ বলে ৩৭ রানে আউটের পর জুটি ভাঙে। এরপর সাব্বির ও জাকির হাসান মিলে গড়েন ৫৭ রানের জুটি। সাব্বির ৭০ বলে ৫০ রান করে আউট হন। চতুর্থ উইকেটে জাকির ও শাহাদাত দিপু ২৫ রানের জুটি গড়েন। দলীয় সর্বোচ্চ ৬৪ রান করে জাকির আউট হলে এই জুটি ভাঙে। ২১২ রানে ৫ উইকেট হারানোর পর শামীম ও ইরফান মিলে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে দলের স্কোরকে ভালো অবস্থানে নেন। ইরফান ৫২ রানে ৫৬ এবং শামীম ৩৭ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ধানমন্ডি ক্লাবের বোলারদের মধ্যে মঈন খান তিনটি এবং হাসান মুরাদ ও কামরুল ইসলাম রাব্বি নেন একটি করে উইকেট।
ক্রিকেট
ধানমন্ডিকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক
প্রিমিয়ার ক্রিকেট লিগে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টানা দুই ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরেছে প্রাইম ব্যাংক। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শামীম হোসেন পাটোয়ারীর ৩৭ বলে ৬২ রানের ক্যামিও ইনিংসের সৌজন্যে
Printed Edition
