বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্ট জিতে সিরিজ জয়ের সুযোগ আছে দু’দলের সামনেই। শ্রীলংকার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবে টাইগাররা। গল থেকে একেবারেই ভিন্ন দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বো। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ভেন্যুতে অনুষ্ঠিত বেশিরভাগ ম্যাচই নিষ্পত্তি হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় কলম্বোতে অনুষ্ঠিত ৪৫টি টেস্টের মধ্যে ৩১টির ফলাফল হয়েছে। এ মাঠে সর্বশেষ ২০১৪ সালে ড্র হয়েছে। সেটিও আবার বৃষ্টির কারণে। ২০১০ সাল থেকে এই ভেন্যুতে কোন টেস্ট ড্র হয়নি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তিন টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সর্বশেষ ১৮ বছর আগে এই মাঠে খেলেছিল টাইগাররা। তবে এই মাঠে বাংলাদেশের সুখস্মৃতি আছে। ২০০১ সালে এ মাঠে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করে বিশ্বকে চমকে দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। যা এখনও অ্যাশের দখলেই আছে। এমনকি সম্প্রতি এই ভেন্যুতে সফরকারী স্পিনারদের খেলতেও হিমশিম খেতে হয়েছে শ্রীলংকাকে। ২০২২ সালে পাকিস্তানের দুই স্পিনার আবরার আহমেদ ও নোমান আলির বোলিং তোপে হার বরণ করেছিল লংকানরা। এমন পরিসংখ্যানেও বাংলাদেশকে উজ্জীবিত করবে। এছাড়াও কলম্বোর শহর বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। কারণ এই শহরেই নিজেদের টেস্ট ইতিহাসের শততম ম্যাচ খেলেছিল টাইগাররা। ২০১৭ সালে ঐ টেস্ট ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। যা এখনও শ্রীলংকার বিপক্ষে টেস্টে একমাত্র জয় টাইগারদের। তবে ঐ টেস্টের ভেন্যু ছিল কলম্বোর পি সারা ওভাল। এখন পর্যন্ত ২৭ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়ে মাত্র ১টিতে জিতেছে, ৬টি ড্র এবং ২০টি হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করে খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ড্র দিয়েই শেষ হয় প্রথম টেস্টটি। দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বের ১৫তম ব্যাটার হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। দুই ইনিংসে যথাক্রমে- ১৬৩ ও ৪৯ রান করেন তিনি। ১৩ ইনিংস পর হাফ-সেঞ্চুরির দেখা পান মুশফিক। প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে অফ-ফর্ম কাটিয়েছেন লিটন দাস। সাধারণত দলের বোলাররা ম্যাচ জয়ের সুযোগ তৈরি করে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। তবে গল টেস্টে ব্যর্থতার খোলস থেকে বেরিয়েছে টাইগার ব্যাটাররা। জ্বরের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন তিনি। তার প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়াবে বাংলাদেশের। এই টেস্টের উইকেট থেকে পাবে স্পিনাররা। এই উইকেটে স্পিনাররা ৫১.৯২ শতাংশ এবং পেসাররা ৪৮.০৮ শতাংশ উইকেট শিকার করেছে। এই ভেন্যুতে ১৬৬ উইকেট নিয়ে শীর্ষে শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। প্রথম টেস্টে শ্রীলংকার স্পিনারদের সহজেই খেলেছিল বাংলাদেশ। যা টাইগার ব্যাটারদের বাড়তি সাহস দিবে। কিন্তু গেল বছর এই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে স্পিনার প্রবাথ জয়সুরিয়ার ৮ উইকেট শিকারের ম্যাচ ১০ উইকেটে বড় ব্যবধানে জিতেছিল শ্রীলংকা। শান্ত বিশ্বাস করেন বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলে তবে পরিসংখ্যানে পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, ‘আমরা জানি শ্রীলংকা আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ এবং তাদের বিপক্ষে আমাদের রেকর্ড ভাল নয়। তবে আমরা যদি তিনটি বিভাগেই আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে বিশ্বের যেকোন দলকে হারাতে পারবো।’ মিরাজ ফিরে আসায় বাংলাদেশ দলে একটি পরিবর্তন হবে। বাদ পড়তে পারেন প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ওপেনার এনামুল হক বিজয়। দুই ইনিংসে যথাক্রমে- ০ ও ৪ রান করেছিলেন তিনি।
ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্ট আজ শুরু
বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আজ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
Printed Edition
